ছোঁ মেরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্র নিয়ে পালাল চিল! ঘটনায় হতবাক প্রত্যক্ষদর্শীরা, ভাইরাল হল ভিডিয়ো

পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত সমস্যার মুখোমুখি হলেন পরীক্ষার্থী। কেরালায় পাবলিক সার্ভিস কমিশন এর এক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের টিকিট ছিনিয়ে নিয়ে গেল চিলে। অবাক হয়ে সেই দৃশ্য দেখলেন ৩০০ পরীক্ষার্থী এবং আধিকারিকরা।

ছবি: @SakalMediaNews (X)
ছবি: @SakalMediaNews (X)
খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে,
মাছ নিয়ে গেল কোলাব্যাঙ, ছিপ নিয়ে গেল চিলে!

ছেলেভোলানো ছড়া নয়, বাস্তবে চিলের এমনই উপদ্রবে নাস্তানাবুদ হলেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে যাওয়া কেরালার এক তরুণ পরীক্ষার্থী। বৃহস্পতিবার, ১০ এপ্রিল সকালে কেরালার কাসারগোড় শহরে ওই পরীক্ষার্থীর ‘হল টিকিট’ ছিনিয়ে নিয়ে গেল দুরন্ত চিল। পরীক্ষা শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে এই অপ্রত্যাশিত বিপদে হতবাক হয়ে গেলেন উপস্থিত পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের আধিকারিকরা।

সংবাদপত্র দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী, ওইদিন সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরে পড়া ঝালিয়ে নিতে হলের বাইরে খোলা জায়গায় বসেছিলেন ওই পরীক্ষার্থী। সেই সময় নিজের পাশে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্রটি তিনি রেখেছিলেন। হঠাৎ সেখানে বিদ্যুৎগতিতে ডানা ঝাপটে নেমে আসে একটি চিল। এরপর বিনা প্ররোচনায় সবাইকে অবাক করে দিয়ে নিমেষে অনুমতিপত্রটি ঠোঁটে তুলে নিয়ে উড়ে যায় পাখিটি। এরপর ঠোঁটে অনুমতিপত্রটি চেপে ধরেই পরীক্ষাকেন্দ্রের একটি উঁচু জানলার উপরে গিয়ে চিলটি বসে।

পুরনো আমলের পরীক্ষাকেন্দ্র ভবনের সেই জানলার দৈর্ঘ্য এতটাই বেশি যে, চেষ্টা করেও কেউ চিলের নাগাল পাননি। জানলার উঁচু পাল্লার উপরে বসে থাকা পাখিটির দিকে তাই হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি কিংকর্তব্যবিমূঢ় প্রত্যক্ষদর্শীরা। যদিও পাখির কবল থেকে অনুমতিপত্র উদ্ধার করার জন্য এরপর অনেকেই পাথর ছুঁড়তে অথবা লাঠি ব্যবহার করার পরামর্শ দেন বিপাকে পড়া পরীক্ষার্থীকে। কিন্তু পাছে ওই মহার্ঘ্য কাগজের টুকরো নিয়ে অন্য কোথাও উড়ে যায় পাখিটি, সেই ভয়ে ইতস্তত করতে থাকেন তরুণ।

এদিকে পরীক্ষা শুরুর চূড়ান্ত ঘন্টা বাজার সময় ক্রমে এগিয়ে আসতে থাকে। সবমিলিয়ে পরীক্ষাকেন্দ্র চত্বরে টানটান উত্তেজনা তৈরি হয়। অনুমতিপত্র ছাড়া কীভাবে তাঁকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া যায়, তাই নিয়েও জল্পনা চলে উপস্থিত আধিকারিকদের মধ্যে।


প্রায় সকলেই যখন এই পরিস্থিতিতে হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই মিলে যায় অভাবনীয় সমাধান। হঠাৎই ঠোঁট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্রটি নিচে ফেলে দেয় জানলায় বসা চিল। বিস্ময়ের ঘোর কাটিয়ে ছুটে গিয়ে তা উদ্ধার করেন বিপন্ন পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হতে তখন আর মাত্র মিনিট দুয়েক বাকি। কোনওরকমে দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন ওই তরুণ।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত আধিকারিকরা পরে জানিয়েছেন যে, হল টিকিট বা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতিপত্র ছাড়া কোনও পরীক্ষার্থীকেই পরীক্ষায় বসতে দেওয়ার নিয়ম নেই।

পরীক্ষা শেষ হওয়ার পরে সংবাদমাধ্যমের বহু অনুরোধ সত্বেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ওই পরীক্ষার্থী। এই কারণে তাঁর পরিচয়ও জানা সম্ভব হয়নি। তবে ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি @SakalMediaNews এর তরফে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা হয়, যা পরে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে অনেকেই বিস্ময়, অবিশ্বাস এবং কৌতুক মিশ্রিত প্রতিক্রিয়া প্রকাশ করেছেন পোস্টের কমেন্ট সেকশনে।
উদ্দালক চক্রবর্তী

উদ্দালক চক্রবর্তীউদ্দালক চক্রবর্তী সংবাদ জগতে গত ২৪ বছর যাবত কর্মরত। প্রিন্ট, অডিও ভিজ্যুয়াল এবং ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ভারতের প্রথম শ্রেণির একাধিক সংবাদ সংস্থায় বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। বর্তমানে টাইমস ইন্টারনেট লিমিটেড সংস্থার সঙ্গে যুক্ত। ফিচারধর্মী রিপোর্টিংয়ে পছন্দের বিষয়ের মধ্যে রয়েছে কৃষি, ভ্রমণ, প্রান্তিক সংস্কৃতি, রসনা এবং বিভিন্ন রসের চাঞ্চল্যকর খবর। বই পড়া, ভ্রমণ এবং খাদ্য সংস্কৃতি চর্চায় অবসর যাপন করতে ভালবাসেন।... আরও পড়ুন

ক্যাটেগরি থেকে আরও