অসমে শীতলাপুজোর মেলায় অ্যাডভেঞ্চার রাইড থেকে ছিটকে পড়ে মারাত্মক জখম যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো

মেলায় দুরন্ত গতিতে ঘুরতে থাকা অ্যাডভেঞ্চার রাইড থেকে ছিটকে নীচে পড়ে গেলেন যুবক। অসমের ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউজাররা।

ছবি: @thewhatup (X)
ছবি: @thewhatup (X)
অ্যামিউজমেন্ট পার্কে অ্যাডভেঞ্চার রাইডে চড়ে অনেকেই আনন্দ পান। উঁচু নাগরদোলায় ঘোরার সময় হাওয়ায় উড়তে আর পাখির চোখে অনেকদূর পর্যন্ত দৃষ্টি মেলে দিতে অবশ্যই ভালো লাগে। কিন্তু যদি সেই রোমাঞ্চকর মুহূর্ত কোনও কারণে ভয়ংকর দুর্ঘটনায় বদলে যায়, তাহলে আতঙ্কে দিশাহারা হতে হয়।

অনেকের মনেই এই সমস্ত বিপজ্জনক রাইডে চড়ার আগে দ্বিধা জাগে যে, যদি কোনও বিপদ ঘটে তাহলে কী হবে! আর সেই আশঙ্কা যদি বাস্তবে পরিণত হয়, তাহলে অসহায়তা গ্রাস করে। সম্প্রতি অসমের এক মেলা প্রাঙ্গণে ঠিক এমনই ভয়ংকর দুর্ঘটনার দৃশ্য দেখা গিয়েছে। সেখানে তীব্র গতিতে ঘুরতে থাকা রাইড থেকে নীচে ছিটকে পড়ে গিয়েছেন এক যুবক। রোমহর্ষক সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় জোরদার ভাইরাল হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, অসমের লামডিঙে শীতলাপুজো উপলক্ষে একটি মেলার আনন্দঘন পরিবেশ মুহূর্তের ভুলে চরম বেদনাদায়ক হয়ে ওঠে। জানা গিয়েছে, গত ৪ এপ্রিল, সন্ধ্যা প্রায় ৭:৫০ নাগাদ এক যুবক মেলার একটি অ্যাডভেঞ্চার রাইড থেকে ছিটকে সরাসরি মাটিতে আছড়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর কোমরে বাঁধা সেফটি বেল্ট কোনও কারণে খুলে যাওয়ার ফলেই দ্রুতগতিতে ঘুরতে থাকা উঁচু ওই দোলনা থেকে ছিটকে পড়ে যান হতভাগ্য যুবক।

দুর্ঘটনার কারণে মেলা প্রাঙ্গণে হইচই শুরু হয়ে যায় এবং জখম যুবকের সাহায্যে অনেককে এগিয়ে আসতে দেখা যায়। মারাত্মক আহত অবস্থায় তাঁকে প্রথমে লামডিং রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে হোজাই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।

মরণাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের নিরন্তর চেষ্টায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন আহত যুবক। তবে তাঁর শরীরে গুরুতর একাধিক আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।


ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে @thewhatup নামে পেজ থেকে শেয়ার করা হয়েছে যা, সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্ট সেকশনে বেশ কিছু ইউজার মেলায় নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থায় চূড়ান্ত গাফিলতি সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন ।

একজন ইউজার লিখেছেন, ‘হে ভগবান! এসব কী হচ্ছে?’ দ্বিতীয় ইউজার মন্তব্য করেছেন, ‘ভারতে প্রতিটি অ্যামিউজমেন্ট পার্কের রাইড ফাইনাল ডেস্টিনেশন ছবির আধারে তৈরি হয়।’ তৃতীয় ইউজারের প্রশ্ন, ‘এই ধরনের রাইড কীভাবে স্থানীয় মেলায় অন্তর্ভুক্ত করার অনুমতি পায়?’ চতুর্থ ইউজার বলেছেন, ‘এই কারণেই এই রাইডগুলি আমি একদম পছন্দ করি না। না।’
উদ্দালক চক্রবর্তী

উদ্দালক চক্রবর্তীউদ্দালক চক্রবর্তী সংবাদ জগতে গত ২৪ বছর যাবত কর্মরত। প্রিন্ট, অডিও ভিজ্যুয়াল এবং ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ভারতের প্রথম শ্রেণির একাধিক সংবাদ সংস্থায় বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। বর্তমানে টাইমস ইন্টারনেট লিমিটেড সংস্থার সঙ্গে যুক্ত। ফিচারধর্মী রিপোর্টিংয়ে পছন্দের বিষয়ের মধ্যে রয়েছে কৃষি, ভ্রমণ, প্রান্তিক সংস্কৃতি, রসনা এবং বিভিন্ন রসের চাঞ্চল্যকর খবর। বই পড়া, ভ্রমণ এবং খাদ্য সংস্কৃতি চর্চায় অবসর যাপন করতে ভালবাসেন।... আরও পড়ুন

ক্যাটেগরি থেকে আরও