শেষ মুহূর্তে কম দামে সুন্দর সুন্দর জুতো কিনতে চান? এই ঠিকানাতেই পৌঁছে যান

চৈত্র সেলে শেষ মুহূর্তে সুন্দর সুন্দর জুতো কিনতে চান? তাহলে কলকাতার এ সব জায়গাতেই পৌঁছে যান। এখানেই পেয়ে যাবেন কম দামে ভালো জুতো।

জুতো কেনার ঠিকানা (প্রতীকী ছবি; সৌজন্যে: Istock)
জুতো কেনার ঠিকানা (প্রতীকী ছবি; সৌজন্যে: Istock)
পয়লা বৈশাখের আর বেশিদিন তো বাকি নেই। মাঝে মাত্র ২ দিন। এদিকে এখনও টুকিটাকি কেনা বাকি রয়েছে অনেকের। জামা-কাপড় কেনাকাটা নাহয় হয়েছে। কিন্তু পোশাক কিনলেই তো হল না। এর সঙ্গে ম্যাচিং জুতো, জুয়েলারিও যে চাই। নয়তো নববর্ষের সাজই মাটি হয়ে যাবে। সেজন্য আর হাতে সময় নেই। এই দুটো ছুটির দিনেই বাকি কেনাকাটা সেরে ফেলতে হবে যে।
এখন আবার খুব সুন্দর সুন্দর জুতো উঠেছে। ড্রেস, শাড়ি বা কুর্তার সঙ্গে সেগুলি বেশ মানাবে। কিন্তু কোন পোশাকের সঙ্গে কেমন জুতো মানাবে, বুঝতে পারছেন না? তাহলে সঠিক জুতো বেছে নেওয়ার গাইড রইল এখানে।

শাড়ির সঙ্গে এ সব জুতো:

এখন জুত্তি খুব ট্রেন্ডিং। বিভিন্ন রঙের উপর এই জুকো পাওয়া যায়। তার উপর সুতো বা রঙের কাজ করা থাকে। কোনও জুতোয় আবার একাধিক পাথর বসানো থাকে। এমন জাঁকজমক জুতো কিন্তু যে কোনও শাড়ির সঙ্গে বেশ ভালো মানায়। এ সব জুতোয় বেশি হিলও থাকে না। তাই জুত্তি পরে বেশ কমফোর্টেবলও থাকবেন আপনি। এ বার চৈত্র সেলে এমন একটা জুতো নিতেই পারেন। জুত্তি ছাড়াও স্নিকার্স কিন্তু এখন শাড়ির সঙ্গে অনেকে পরেন। তাই আপনিও একটা স্নিকার্স ব্যাগে ভরতেই পারেন।
iStock-1188359287

কুর্তির সঙ্গে কেমন জুতো?

জুত্তি কেবল শাড়ির সঙ্গেই পরবেন, তা কিন্তু নয়। কুর্তি সহ বিভিন্ন এথনিক পোশাকের সঙ্গেও জুত্তি ভালো মানাবে। এখন আবার সুন্দর ফ্যাব্রিকের উপর জুত্তি পাওয়া যায়। কলমকারি, আজরাক ও ইন্ডিগো প্রিন্টের জুত্তি পেয়ে যাবেন। তাতে আবার অক্সিডাইজডের অ্যাকসেন্ট বসানো থাকে। এমন একটা জুতো যে কোনও এথনিক জামা ও কুর্তির সঙ্গে ভীষণ সুন্দর দেখাবে।

জিনস বা শর্ট স্কার্টের সঙ্গে…

জিনস বা শর্ট স্কার্টের সঙ্গে চোখ বন্ধ করে স্নিকার্স পরা যেতে পারে। তা দেখতেও খুব সুন্দর লাগে। আবার এই জুতো পরে বেশ কমফোর্টেবল অনুভূতিও হয়। এদিকে শুধু যে জিনসের সঙ্গেই এমন জুতো পরতে পারবেন, তা নয়। এখন তো শাড়ির সঙ্গেও অনেকে এই জুতো পরেন। এছাড়া জিনসের সঙ্গে বুটসও পরতে পারে আপনি। তাই চৈত্র সেলেই কিনতে পারেন এ সব জুতো।

কোথা থেকে কিনবেন?

শেষ মুহূর্তে কোথা থেকে এ সব জুতো সস্তায় কিনবেন ভাবছেন? চিন্তা করার দরকার নেই। এখনও দোকানে দোকানে চলছে চৈত্রের সেল। তাই সস্তায় জুতোগুলি কিনতে গড়িয়াহাট বা হাতিবাগানেই পৌঁছে যেতে পারেন। সেখানে লাইন দিয়ে রয়েছে পরপর জুতোর দোকান। সেখানেই কম দামে দরাদরি করে পছন্দের জুতো কিনে নিতে পারেন আপনি। আবার নিউ মার্কেটেও কিন্তু দুর্দান্ত সব জুতো পাওয়া যায়। তবে কম দামে সেই জুতোর মান ভালো নাই হতে পারে। তবে একটু ভালো মানের জুতো চাইলে বড় দোকানে যেতে পারে। সেখানে খরচ একটু বেশি হবে।
অঙ্কিতা পাল

অঙ্কিতা পালডিজিটাল মিডিয়াতে হাতেখড়ি অঙ্কিতা পালের। তিনি একজন দক্ষ সাংবাদিক। মিডিয়ায় ৪ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বহুমুখী খবর লিখতে পারদর্শী তিনি। বর্তমানে বিউটি, ফ্যাশন, ডায়েট ও ফিটনেস সম্বন্ধিত প্রবন্ধ লিখছেন। নিয়মিত বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এক্সক্লুসিভ আর্টিকেল লেখেন তিনি। তাঁর লেখনীতে যে কোনও জটিল বিষয় সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। পাঠককে আকৃষ্ট করে তাঁর তথ্যসমৃদ্ধ লেখা। কাজের বাইরে নিজস্ব একটা জগতও রয়েছে অঙ্কিতার। তিনি কেবল স্কিন কেয়ার ও ডায়েট নিয়ে লেখেনই না, নিজেও অক্ষরে অক্ষরে তা মেনে চলেন। অবসর সময়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। এছাড়া শখের মধ্যে রয়েছে ফুল,গাছ,পাখি সহ চারপাশে ঘটে চলা বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করা। পাশাপাশি নাচতেও ভালোবাসেন তিনি। ছুটি পেলেই পাহাড়ে যেতে মন চায়। সেখানে স্থানীয় মানুষের ভিড়ে মিশে নিত্য নতুন গল্প খুঁজে আনার ইচ্ছেও তাঁর বহুদিনের। অঙ্কিতার এ সব শখ ও কাজ কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়গুলি স্টোরি লেখার ধরনকে এক আলাদা রূপ দিতে সাহায্য করে। ছবি ও শিল্পকলার অন্যান্য মাধ্যমের প্রতি তাঁর আবেগ নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সেই ছাপ তাঁর সাংবাদিকতাতেও ফুটে ওঠে। তিনি শুধু খবর... আরও পড়ুন

ক্যাটেগরি থেকে আরও