Fact Check: চুইং গাম চিবালে কি শরীরের হতে পারে বড়সড় ক্ষতি? পুষ্টিবিদের উত্তর জেনে নিন চটজলদি

আপনি কি সারাদিন চুইং গাম চিবিয়ে চলেন। কিন্তু জানেন কি এটা খেলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কতটা? আর সেই উত্তরটাই দিলেন বিশিষ্ট পুষ্টিবিদ।

Fact Check: চুইং গাম চিবালে কি শরীরের হতে পারে বড়সড় ক্ষতি? পুষ্টিবিদের উত্তর জেনে নিন চটজলদি
চুইং গাম খেলে শরীরের ক্ষতি হবে? (ছবি: পিক্সেলস ও আইস্টক)
আমাদের মধ্যে অনেকেই চুইং গামের প্রেমে পাগল। তাই তাঁরা সারাদিন ধরে এটা চিবাতে থাকেন। তাতেই তাঁদের মনের শান্তি। তবে সাধারণ জনগণের একাংশের এই ধরনের কার্যকলাপ একবারেই পছন্দ করেন না কিছু সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ। তাঁদের মতে, চুইং গাম খুবই খারাপ। এটা খেলে শরীরের বহু ক্ষতি হতে পারে। আর সেই কথা শুনে অনেক চুইং গাম প্রেমিক ভয় পেয়ে যান। তাঁদের মাথায় ঘুরতে থাকে হাজার জিজ্ঞাসা।

তবে প্রশ্ন হল, সত্যিই কি চুইং গাম ক্ষতিকর? এর জন্য কি শরীরের হাল বিগড়ে যেতে পারে? আর সেই উত্তর জানতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের একটি সরকারি মেডিক্যাল কলেজের বিশিষ্ট পুষ্টিবিদ পল্লবী সরকারের সঙ্গে। তাই ঝটপট তাঁর পরামর্শ জেনে নিন।

চুইং গাম কি শরীরের জন্য ক্ষতিকর?

এই প্রশ্নের উত্তরে পল্লবী বলেন, ‘দেখুন আমরা সাধারণত চিনি মেশানো চুইং গাম খাই। আর এটা সত্যিই শরীরের ক্ষতি করে। এর জন্য ওজন বাড়তে পারে। পিছু নিতে পারে ডায়াবিটিসের মতো সমস্যা। সেই সঙ্গে চিনি মেশানো চুইং গাম খেলে মুখের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়তে পারে। যার ফলে হতে পারে দাঁতের ক্ষতি। তাই চেষ্টা করতে হবে চিনি বা মিষ্টি দেওয়া চুইং গাম এড়িয়ে চলার। তার বদলে অনায়াসে খেতে পারেন সুগার ফ্রি চুইং গাম। এই ধরনের গাম শরীরের তেমন ক্ষতি করে না। উল্টে এর কিছু উপকার রয়েছে।’ (ছবি: পিক্সেলস)

উপকারী জাইলিটল

সুগার ফ্রি চুইং গামে থাকে জাইলিটল নামক একটি উপাদান। আর এই উপাদানের একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে। দেখা গিয়েছে, এই উপাদানের গুণে দাঁতের ক্ষয় হওয়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে মাড়ির সমস্যাও প্রতিরোধ করা যায়। শুধু তাই নয়, জাইলিটলের গুণে মুখের দুর্গন্ধ থেকেও নিস্তার পাওয়া যায়। তাই এই ধরনের সমস্যায় যাঁরা ভুক্তভোগী, তাঁরা নিয়মিত চিবাতেই পারেন চুইং গাম। তাহলেই উপকার মিলবে। (ছবি: পিক্সেলস)

নিম্নমুখী হবে ওজন

পল্লবীর কথায়, ‘আমাদের মধ্যে অনেকেই ওজন ঝটপট কমাতে চান। আর সেই কাজে সাহায্য করতে পারে চুইং গাম। আসলে এতে এমন কিছু উপাদান থাকে যা খিদে কমাতে পারে। আর খিদে কমলে যে অনায়াসে মেদের ভার কমিয়ে ফেলতে পারবেন, এই কথা তো বলাই বাহুল্য!’


এছাড়া চুইং গাম চিবানোর সময় লালা রস বেরয়। সেটা গিয়ে পৌঁছায় পেটে। যার ফলে হজমক্রিয়া দ্রুত গতিতে কাজ করে বলেও জানালেন পল্লবী। (ছবি: পিক্সেলস)

স্ট্রেস কমবে ঝটপট

নিয়মিত চুইং গাম চিবালে ব্রেনের শক্তি এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। এমনকী কমতে পারে স্ট্রেস। আসলে চিবানোর সময় আমাদের শরীরে স্ট্রেস হরমোনের প্রভাব কমে। উল্টে হ্যাপি হরমোন বেরয়। সেই কারণেই উপকার মেলে বলে জানালেন পল্লবী। এছাড়া সুগার ফ্রি চুইং গাম খেলে ডায়াবিটিসের ফাঁদে পড়ার আশঙ্কা কমে। তাই নিয়মিত এটা খেতে পারেন। (ছবি: পিক্সেলস)

কতগুলি খাবেন?

পল্লবী বলেন, ‘দিনে ৫ থেকে ৭টা চুইং গাম খেতে পারেন। এর বেশি নয়। আর প্রতিটা চুইং গাম ৫ মিনিট করে চিবান। তাহলে মোট ২৫ থেকে ৩৫ মিনিট মতো হবে। এই সময়টুকু চিবালেই উপকার পাবন।’


আর কোনও ভাবেই বেশি চুইং গাম খাবেন না। তাতে ডায়ারিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, বেশি বেশি চুইং গাম খেলে চোয়ালের পেশি ও হাড়ের উপর চাপ পড়তে পারে। সেটাও কিন্তু ভালো নয় বলে মনে করেন পল্লবী। তাই সাবধানে নিয়ম মেনে চুইং গাম চিবান। (ছবি: পিক্সেলস)


Disclaimer: এই প্রতিবেদন লেখা হয়েছে সচেতনতার উদ্দেশ্যে। নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলেই কোনও সিদ্ধান্ত নিন।

সায়ন নস্কর

সায়ন নস্করসায়ন নস্কর গত ৮ বছর ধরে সাংবাদিকতা করছেন। কলকাতার একটি প্রথম শ্রেণির সংবাদপত্রে তাঁর হাতেখড়ি। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে আ���ছেন। তবে স্বাস্থ্য সম্পর্কিত প্রতিবেদন লিখতেই তিনি বেশি ভালোবাসেন। মডার্ন মেডিসিন, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি চিকিৎসক ও ডায়েটিশিয়ানদের সঙ্গে কথা বলে তিনি নিয়মিত প্রতিবেদন লেখেন। সহজ সরল ভাষাই তাঁর লেখার ইউএসপি। কঠিন বিষয়ও তিনি সহজ ভাবে লিখে ফেলতে পারেন। স্বাস্থ্য ছাড়াও তিনি প্যারেন্টিং, প্রেগন্যান্সি এবং রিলেশনশিপ নিয়েও দীর্ঘদিন ধরে লিখছেন। এছাড়াও সময় পেলে ভ্রমণ এবং বিনোদনের নানা বিষয় নিয়েও লেখার চেষ্টা করেন। এ দিকে কাজের বাইরেও সায়নের একটা নিজস্ব জগত রয়েছে। তিনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। পাশাপাশি পড়তে ও লিখতে ভীষণ পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলা ও দেখাও তাঁর শখ। ফাঁকা সময়ে ফিল্ম ও ওয়েব সিরিজ দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র।... আরও পড়ুন

ক্যাটেগরি থেকে আরও